১. বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
(ক) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল,
(খ) অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল,
(গ) সুপ্রীম কোর্ট,
(ঘ) ১ম শ্রেনির ম্যাজিস্ট্রেট কোর্ট
সঠিক উত্তরঃ (গ) সুপ্রীম কোর্ট
২. একটি সংখ্যা ৭২০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট সংখ্যটি কত?
(ক) ৭৭০,
(খ) ৭৭৫,
(গ) ৮৬৫,
(ঘ) ৭৬৫
সঠিক উত্তরঃ (ক) ৭৭০
৩. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য সমান হলে এর অতিভুজ হবে লম্বের -
(ক) ২ গুণ,
(খ) √২ গুণ,
(গ) √৩ গুণ
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ (খ) √২ গুণ
৪. The correct spelling is -
(ক) Humorous,
(খ) Humorus,
(গ) Humoros,
(ঘ) Humouros
সঠিক উত্তরঃ (ক) Humorous
৫. 'আমি আছি, ভয় কেন মা করো'- কোন ধরনের উক্তি?
(ক) পরোক্ষ,
(খ) প্রশ্নবোধক,
(গ) প্রত্যক্ষ,
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ (খ) প্রশ্নবোধক
৬. Antonym of 'Ailment' is:
(ক) Enmity
(খ) Soothe,
(গ) Healthy,
(ঘ) Generosity
সঠিক উত্তরঃ (গ) Healthy
৭. Fill in the gap. I need some
(ক) advised,
(খ) advise,
(গ) advises,
(ঘ) advice
সঠিক উত্তরঃ (ঘ) advice
৮. 'সজ্জন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(ক) সদ + জন,
(খ) সৎ + জন,
(গ) সজ + জন,
(ঘ) সৎ + যন
সঠিক উত্তরঃ (খ) সৎ + জন
৯. এ বছরে পদার্থবিদ্যায় নোবেল দেয়া হয় যে বিষয়ে
(ক) কোয়ান্টাম তত্ত্ব,
(খ) আপেক্ষিক তত্ত্ব
(গ) মহাকাশ বিজ্ঞান,
(ঘ) চৌম্বক তত্ত্ব
সঠিক উত্তরঃ (ক) কোয়ান্টাম তত্ত্ব
১০. মেট্রোরেলের বিনা টিকিটে ভ্রমণের জন্য 'ক' অভিযুক্ত হলো। তার নিকট টিকেট ছিলো, এটা প্রমানের দায়-
(ক) কর্তব্যরত পুলিশের,
(খ) মেট্রোনেল কর্তৃপক্ষের,
(গ) অভিযুক্তের,
(ঘ) কর্তব্যরত আনসারের
সঠিক উত্তরঃ (গ) অভিযুক্তের
১১. ফৌজদারী ঘটনার কত দিনের মধ্যে মামলা করতে হয়?
(ক) ৩ মাস,
(খ) ১ বছর,
(গ) যে কোন সময়,
(ঘ) ৭ বছর
সঠিক উত্তরঃ (গ) যে কোন সময়
১২. "প্রতিকৃতি' শব্দটিতে 'প্রতি' উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়েছে?
(ক) অভিমুখ্য অর্থে,
(খ) সৌন্দর্য অর্থে,
(গ) সাদৃশ্য অর্থে,
(ঘ) প্রত্যর্পণ অর্থে
সঠিক উত্তরঃ (গ) সাদৃশ্য অর্থে
১৩. m ও n উভয়েই বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
(ক) mn,
(খ) mn + 1,
(গ) mn + 2,
(ঘ) mn + 4
সঠিক উত্তরঃ (খ) mn + 1
১৪. অর্ধবৃত্তস্থ কোণের মান কত ?
(ক) ৪০ ডিগ্রি,
(খ) ৬০ ডিগ্রি,
(গ) ৪৫ ডিগ্রি,
(ঘ) ৯০ ডিগ্রি
সঠিক উত্তরঃ (ঘ) ৯০ ডিগ্রি
১৫. আমি যদি আবার শিশু হতে পারতাম! - বাক্যটির ইংরেজী অনুবাদ কোনটি?
(ক) If I were a child again!,
(খ) If I could a child again!,
(গ) If I would a child again!,
(ঘ) None
সঠিক উত্তরঃ (ক) If I were a child again!
১৬. 'Salt Man Museum' কোন দেশে অবস্থিত?
(ক) অস্ট্রেলিয়া,
(খ) জাপান,
(গ) যুক্তরাজ্য,
(ঘ) ইরান
সঠিক উত্তরঃ (ঘ) ইরান
১৭. 'বেদান্ত জানেন যিনি- এর বাক্যসংকোচন কোনটি?
(ক) বেদান্তিক,
(খ) বেদৈন্তিক,
(গ) বৈদান্তিক,
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ (ক) বেদান্তিক
১৮. 'খন্ড প্রলয়' বাগধারাটির অর্থ কী?
(ক) দুর্লভ বস্তু,
(খ) কদাচিৎ,
(গ) তুমুল কান্ড,
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ (গ) কোনোটিই নয়
১৯. 'কোকিল' – এর প্রতিশব্দ কী?
(ক) পিক,
(খ) তুরগ,
(গ) সর্বভুক,
(ঘ) চিকুর
সঠিক উত্তরঃ (ঘ) চিকুর
২০. দুই অঙ্ক বিশিষ্ট্য একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা ৩৬ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?
(ক) ৩,
(খ) ৪,
(গ) ৬,
(ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ (খ) ৪
২১. Change the voice-'Do not shut the door'.
(ক) The door do not be shuted by you.,
(খ) The door do not be shut by you.
(গ) Let not the door be shut
(ঘ) None.
সঠিক উত্তরঃ (গ) Let not the door be shut
২২. কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা?
(ক) বিয়োগন্তুক উপন্যাস,
(খ) সামাজিক উপন্যাস,
(গ) রোমাঞ্চমূলক উপন্যাস,
(ঘ) ঐতিহাসিক উপন্যাস
সঠিক উত্তরঃ (খ) সামাজিক উপন্যাস
২৩. (8x)° + 8x° এর মান নিচের কোনটি ? -
(ক) 8,
(খ) 2,
(গ) 16,
(ঘ) 9
সঠিক উত্তরঃ (গ) 16
২৪. একটি কলম ৩৬ টাকায় বিক্রয় করাতে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
(ক) ৪২ টাকা,
(খ) ৫৪ টাকা,
(গ) ৩৬ টাকা,
(ঘ) ৪৮ টাকা
সঠিক উত্তরঃ (ঘ) ৪৮ টাকা
২৫. The synonym of 'Panoramic' is
(ক) Scenic,
(খ) Narrow,
(গ) Limited,
(ঘ) None
সঠিক উত্তরঃ (ক) Scenic
২৬. Bard of avon কে?
(ক) Shakespeare,
(খ) E. Hemingway,
(গ) Robert Frost,
(ঘ) T.S. Eliot
সঠিক উত্তরঃ (ক) Shakespeare
২৭. Fire : Ashes as
(ক) Accident : delay,
(খ) Water : waves,
(গ) Event: memories,
(ঘ) Wood: Splinters
সঠিক উত্তরঃ (ঘ) Wood: Splinters
২৮. Which one is the correct sentence?
(ক) He prefers write to read,
(খ) He prefers writing than reading,
(গ) He prefers more writing than reading.
(ঘ) He prefers writing to reading.
সঠিক উত্তরঃ (ঘ) He prefers writing to reading.
২৯. কোনটি স্ত্রীলিঙ্গ?
(ক) মহিয়ান,
(খ) কামিন,
(গ) পয়স্বী,
(ঘ) মাতুল
সঠিক উত্তরঃ (গ) পয়স্বী
৩০. 'সংশয়'- এর বিপরীত শব্দ কোনটি?
(ক) নিৰ্ভয়,
(খ) প্রত্যয়,
(গ) মিন্ময়,
(ঘ) দ্বিধা
সঠিক উত্তরঃ (খ) প্রত্যয়
৩১. দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3 : 2। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি?
(ক) 2 : 3,
(খ) 3 : 4,
(গ) 4:9,
(ঘ) 9:4
সঠিক উত্তরঃ (ঘ) 9:4
৩২. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়:
(ক) সুপার কম্পিউটার,
(খ) হাইব্রিড কম্পিউটার,
(গ) মাইক্রোকম্পিউটার,
(ঘ) মিনি কম্পিউটার
সঠিক উত্তরঃ (খ) হাইব্রিড কম্পিউটার
৩৩. 'তীর' – এর প্রতিশব্দ কী? -
(ক) তুরগ,
(খ) তট,
(গ) শৈল,
(ঘ) তনু
সঠিক উত্তরঃ (খ) তট
৩৪. 'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কতদূর পর্যন্ত Exclusive Economic Zone হিসাবে গণ্য?
(ক) ২২ বর্গ মাইল,
(খ) ৪৪ নটিক্যাল মাইল,
(গ) ২০০ নটিক্যাল মাইল,
(ঘ) ৩৭০ মাইল
সঠিক উত্তরঃ (গ) ২০০ নটিক্যাল মাইল
৩৫. নিম্নের কোনটি বানিজ্যিক ব্যাংকের কাজ নয়?
(ক) আমানত গ্ৰহণ,
(খ) নোট ছাপানো,
(গ) ঋণদান,
(ঘ) মুনাফা অর্জন
সঠিক উত্তরঃ (খ) নোট ছাপানো
৩৬. 4^(x+1) = 32 হলে x এর মান কত?
(ক) 1/2,
(খ) 1,
(গ) 3/2,
(ঘ) 2/3
সঠিক উত্তরঃ (গ) 3/2
৩৭. Fill in the gap. We arrived _____ the airport early.
(ক) in,
(খ) at,
(গ) on,
(ঘ) to
সঠিক উত্তরঃ (খ) at
৩৮. মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে। রিতা সে কত দিনে কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করতে পারবে?
(ক) ৫ দিনে,
(খ) ৬ দিনে,
(গ) ৭ দিনে,
(ঘ) ৮ দিনে
সঠিক উত্তরঃ (খ) ৬ দিনে
৩৯. 'Black sheep' phrase means-
(ক) Costly sheep,
(খ) Wicked man,
(গ) A sheep of black colour,
(ঘ) Big sheep
সঠিক উত্তরঃ (খ) Wicked man
৮০. Which one is plural number?
(ক) School,
(খ) Oxen,
(গ) Leaf,
(ঘ) Physics
সঠিক উত্তরঃ (খ) Oxen


0 Comments