বিমান বাহিনী সদর দপ্তরে অফিস সহায়ক/ লস্কর / মেসওয়েটার / ওয়াশার আপ / ওয়াচম্যান / আয়া নিয়োগ পরীক্ষা ২০২৫

বিমান বাহিনী সদর দপ্তর 
প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর 
পদের নাম: অফিস সহায়ক/লস্কর/মেসওয়েটার/ওয়াশার 
আপ/ওয়াচম্যান/আয়া 
পরীক্ষার তারিখঃ ৬/১২/২০২৫
বিমান বাহিনী সদর দপ্তরে অফিস সহায়ক/ লস্কর / মেসওয়েটার / ওয়াশার  আপ / ওয়াচম্যান / আয়া নিয়োগ পরীক্ষা ২০২৫
বাংলা 
১. বাগধারা করুন
ক) পটল তলা (মারা যাওয়া): অসুস্থ লোকটি পটল তুলেছেন, তার পরিবার এখন অর্থকষ্টে ভুগছে। 
খ) অর্ধচন্দ্র (গলা ধাক্কা): দেরি করে অফিসে আসায় বস তাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে নিলেন। 
গ) অক্কা পাওয়া (মারা যাওয়া): হঠাৎ অসুস্থ হয়ে তিনি গত রাতে অক্কা পেয়েছেন।
ঘ) ঠোঁটকাটা (স্পষ্টভার্থী/নির্লজ্জ): রিনা স্বভাবের দিক থেকে ঠোঁটকাটা, তাই সে মুখের উপর সত্যি কথা বলতে পারে।
ঙ) ঘোড়ার ডিম (অলীক বস্তু / অবাস্তব): সারাদিন চেষ্টা করেও তো কাজটি পারলাম না, এ তো দেখছি পুরোপুরি ঘোড়ার ডিম।
২. সন্ধি বিচ্ছেদ করুন।
ক) জনৈক = জন + এক
খ) বৃষ্টি = বৃষ + তি
গ) ক্ষুধার্ত= ক্ষুধা + ঋত
ঘ) মিথ্যুক = মিথ্যা + উক 
ঙ) বিদ্যালয় = বিদ্যা + আলয়

৩. বিপরীত শব্দ লিখুन।
প্রদত্ত শব্দ           বিপরীত শব্দ 
উচিত                  অনুচিত
আত্মীয়               অনাত্মীয়
আস্থা                  অবিশ্বাস / অনাস্থা
ঐক্য                   অনৈক্য
কোমল                কঠোর
৪. এক কথায় প্রকাশ  করুন।
ক) অন্য উপায় না থাকা = অনন্যোপায়
খ) আয় বুঝে ব্যয় করে যে = মিতব্যয়
গ) ক্ষমার যোগ্য = ক্ষমার্হ
ঘ) আকাশের চরে যে = খেচর 
ঙ) যার কিছুই নেই  = হৃতসর্বস্ব

ইংরেজি 
৫. Translate into English. 
a) সদা সত্য কথা বল
Ans: Always speak the truth. 
b) আজ বৃষ্টি হবে।
Ans: It may rain today. 
c) বিমান আকাশে উড়ে। 
Ans: Airplane fly in the sky. 
d) লোকটি কি অসুস্থ?
Ans: Is the man sick? 
e) সে স্কুলে যায়। 
Ans: He goes to school.
৬. Change the Gender: 
Given word            Change word
Man                          Woman  
Husband                  Wife
Hero                         Heroine 
King                          Queen 
Ram                          Ewe 

৭. Write Plural Number: 
Given word             Change word 
Calf                           Calves 
Horse                       Horses 
Woman                    Women 
Knife                        Knives 
Pen                           Pens 

৮. ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখুন।
Given word           Word Meaning
Camel                      উট
Painter                    চিত্রকর
Ocean                      মহাসাগর
Flower                     ফুল
Waiter                      পরিবেশক
৯। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি প্রস্থ ১০ ফুট হয় তবে ঘরের ক্ষেত্রফল কত? 
সমাধানঃ
দেওয়া আছে,
ঘরের প্রস্থ = ১০ ফুট 
তাহলে, ঘরের দৈর্ঘ্য = ১০ × ২ ফুট
                              = ২০ মি
আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
                                    = ১০ ফুট × ২০ ফুট
                                    = ২০০ বর্গ ফুট (উত্তর)

১০. 114×12÷181 \dfrac{1}{4} \times \dfrac{1}{2} \div \dfrac{1}{8}

114=54​

54×12÷18=54×12×8=58×8=5

উত্তর: 5

১১। ১ মেট্রিক টন চাল ২৫ জন শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে কি পরিমাণ চাল পাবে? 
সমাধান
আমরা জানি, 
১ মেট্রিক টন = ১০০০ কেজি 
২৫ জনে পাবে ১০০০ কেজি
১ জনে পাবে  ১০০০ কেজি
                       ২৫
                   = ৪০ কেজি
উত্তর: ৪০ কেজি। 
সাধারণ জ্ঞান 
ক) বাংলাদেশ বিমান বাহিনী কোন সালে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: ২৮ সেপ্টেম্বর, ১৯৭১ সালে। 
খ) বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নাম লিখুন ৷ 
উত্তর: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান 
গ) বাংলাদেশের কোন জেলায় বেশি বৃষ্টিপাত হয়? 
উত্তর: সিলেট। 
ঘ) কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? 
উত্তর: ২১ ফেব্রুয়ারি। 
ঙ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 
উত্তর: ৬.১৫ কিলোমিটার । 
চ) বাংলাদেশের জেলা কয়টি? 
উত্তর: ৬৪টি। 
ছ) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
উত্তর: নিউইয়র্ক। 
জ) বাংলাদেশের পতাকার অনুপাত কত? 
উত্তর: ১০: ৬। 
ঝ) বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? 
উত্তর: কাঁঠাল। 
ঞ) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? 
উত্তর: ঈশব্বদী, পাবনা। 

১৩। বাংলাদেশ বিমান বাহিনীর ৫টি বিমানের নাম লিখুন ৷ 
(i) মিগ-২৯ (মাল্টিরোল যুদ্ধ বিমান) 
(ii) সি-১৩০ জে (সামরিক পরিবহন বিমান) 
(iii) এএন-৩২ (সামরিক পরিবহন বিমান) 
(iv) ইয়াক-১৩০ (অ্যাডভান্সড জেট প্রশিক্ষণ বিমান) 
(v) পিটি-৬ (প্রাথমিক প্রশিক্ষণ বিমান)
বাংলাদেশ বিমান বাহিনী চাকরি ২০২৫, BAF civilian job circular 2025, বিমান বাহিনী অফিস সহায়ক নিয়োগ, Air Force BAF watchman job circular, মেসওয়েটার ওয়াশার আপ নিয়োগ ২০২৫, BAF washerup messenger aya job apply, বেসামরিক পদে চাকরি বাংলাদেশ বিমান বাহিনী, Air Force BAF civil post job 2025 Bangladesh, বাংলাদেশ বিমান বাহিনী লস্কর মেসওয়েটার নিয়োগ, Watchman Aya Office assistant job BAF 2025

Post a Comment

0 Comments