বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সহকারী জজ নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন
পদের নাম: সহকারী জজ
তারিখ: ০১.১১.২০২৫
সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমান: ১০০
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে সহকারী জজ নিয়োগ পরীক্ষা ২০২৫ প্রশ্ন সমাধান

০১. The Code of Civil Procedure, 1908 এর Order VII Rule 10 অনুসারে প্রদত্ত আর্জি ফেরতের আদেশ ____ যোগ্য ।
(ক) আপিল
(গ) রিভিউ
(খ) রিভিশন
(ঘ) কোনোটিই নয় 

সঠিক উত্তর: (ক) আপিল

০২. The Code of Civil Procedure, 1908 এর ধারায় আপীল পর্যায়ে মধ্যস্থতার বিধান আছে।
(ক) 89D
(খ) 89E
(গ) 89B
(ঘ) 89C

সঠিক উত্তর:  (ঘ) 89C

ব‌্যাখ‌্যাঃ ধারা 89C. (১) আপীল পর্যায়ে এ অদ্বিতীয় হইতে পারে যে, যদি আপিল হইয়া থাকে মূল আদেশ বা রায়ের বিরুদ্ধে, যাহা Code of Civil Procedure, 1908-এর (Order XLI) অনুযায়ী হয়েছে, এবং যাহাতে তা-ই পক্ষকারগণ যাহারা মূল মামলায় আপীলে প্রবেশ করিয়াছিলেন বা তাহাদের পরিবর্তে নিয়মানুসারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাহলে আপীল আদালত উক্ত আপীল বা উক্ত আপীলের বিষয়বস্তুগুলিকে মধ্যস্থতার জন্য রেফার বা মধ্যস্থতা করতে পারে।
(২) উক্ত ধারা 89A-এর উপকারিত বিধি (mutatis mutandis) উপর প্রয়োজনে প্রযোজ্য হবে।

০৩. The Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 কবে থেকে কার্যকর হয়?
(ক) ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
(খ) ৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
(গ) ৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
(ঘ) ৮ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সঠিক উত্তর:  (খ) ৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

০৪. The Civil Courts Act, 1887 অনুসারে দেওয়ানী আদালত বসার স্থান নির্ধারগের এখতিয়ার কার?
(ক) সরকার
(খ) আপীল বিভাগ
(গ) হাইকোর্ট বিভাগ
(ঘ) জেলা জজ

সঠিক উত্তর: (ক) সরকার 
ব‌্যাখ‌্যাঃ ১৮৮৭ সালের দেওয়ানী আদালত আইন (The Civil Courts Act, 1887)-এর ১৪ ধারা অনুসারে, দেওয়ানী আদালত বসার স্থান নির্ধারণের এখতিয়ার সরকারের।
১৪ ধারার (১) উপধারা অনুযায়ী:
"(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের অধীন কোনো দেওয়ানী আদালত যে স্থানে বা স্থানসমূহে বসবে, তা নির্ধারণ ও পরিবর্তন করতে পারবে।"

০৫. দেওয়ানী মোকদ্দমা মিথ্যা ও বানোয়াট প্রমাণ হলে আদালত ক্ষতিপূরণমূলক খরচা সর্বোচ্চ কত টাকা‌ আরোপ করতে পারে?
(ক) ১০,০০০/- টাকা
(খ) ৫০,০০০/- টাকা 
(গ) ২০,০০০/-টাকা
(ঘ) ৫০০০/-টাকা 

সঠিক উত্তর: (খ) ৫০,০০০/- টাকা   
ব‌্যাখ‌্যাঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য এবং অন্যান্য সূত্র অনুযায়ী, দেওয়ানী কার্যবিধির সর্বশেষ সংশোধনীতে (The Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025) ৩৫ক ধারায় উল্লিখিত সর্বোচ্চ সীমা ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকা করা হয়েছে। অধ্যাদেশের নাম: The Code of Civil Procedure (Amendment) Ordinance, 2025 জারি বা কার্যকরের তারিখ: ০৮ মে, ২০২৫ খ্রিঃ

০৬. সমন জারির ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির কোন বিধানটি সংশোধিত হয়ে Short Message Service, Voice Calls, Instant Messaging Services সন্নিবেশিত হয়েছে?
(ক) Order V Rule 9 (4)
(খ) Order V Rule 9 (5)
(গ) Order V Rule 9 (2)
(ঘ) Order V Rule 9 (3)

সঠিক উত্তর:  (ঘ) Order V Rule 9 (3)

০৭. The Specific Relief Act, 1877 এর কোন ধারায় নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা প্রদানের বিধান আছে?
(ক) ৪২
(খ) ৫২
(গ) ৫৭
(ঘ) ৫৬

সঠিক উত্তর: (গ) ৫৭
ব‌্যাখ‌্যাঃ ৫৬ ধারার দফা (চ)-এ [(f) of Section 56] যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে কোনো চুক্তিতে একটি নির্দিষ্ট কাজ করিবার ইতিবাচক (affirmative) অঙ্গীকার এবং তাহার সহিত একটি নির্দিষ্ট কাজ না করিবার নেতিবাচক (negative) অঙ্গীকার স্পষ্ট বা ইঙ্গিতে সন্নিবিষ্ট থাকে, সেক্ষেত্রে আদালত যদি ইতিবাচক অঙ্গীকারটি সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদন করিতে বাধ্য করিতে অক্ষম হয়, তবে কেবল এই কারণে আদালত নেতিবাচক অঙ্গীকারটি ভঙ্গের উপর নিষেধাজ্ঞা মঞ্জুর করা হইতে নিবৃত্ত হইবেন না:
শর্ত থাকে যে, আবেদনকারী (applicant) তাহার উপর যেই পর্যন্ত বাধ্যকর ছিল, চুক্তির সেই অংশ প্রতিপালনে ব্যর্থ হন নাই।

০৮. মূলতবী খরচা দাখিল করতে ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ বা একতরফা নিষ্পত্তির আদেশ সরাসরি বাতিলের জন্য কোন বিধান মতে প্রার্থনা করতে হয়?
(ক) Order XVII Rule 1 (5) 
(খ) Order IX Rule 13A 
(গ) Order IX Rule 9A
(ঘ) Order XVII Rule 1 (7)

সঠিক উত্তর:  (খ) Order IX Rule 13A 

০৯. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ২টি
(খ) ৭টি
(গ) ৫টি
(ঘ) ৩ টি

সঠিক উত্তর: (খ) ৭টি

১০. ‘বারিধি' শব্দটি কিভাবে গঠিত হয়েছে।
(ক) সমাসযোগে
(খ) প্রত্যয়যোগে
(গ) সন্ধিযোগে
(ঘ) উপসর্গযোগে

সঠিক উত্তর: (খ) প্রত্যয়যোগে

১১. নিচের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
(ক) স্বত্যা, পূণ্য
(খ) শত্রুষা, মুমূর্ষু
(গ) স্বান্তনা, রুচিবান
(ঘ) প্রাঙ্গণ, নীরব

সঠিক উত্তর: (ঘ) প্রাঙ্গণ, নীরব

১২. 'বাস্তুহারা কোনসমাসভূক্ত?
(ক) অব্যয়ীভাব
(খ) নিত্য
(গ) মধ্যপদলোপী কর্মধারয় 
(ঘ) উপপদ তৎপুরুষ

সঠিক উত্তর: (ঘ) উপপদ তৎপুরুষ

১৩. ১৯৪৪ এর দুর্ভিক্ষের ভিত্তিতে ফররুখ আহমদ রচিত কবিতা কোনটি?
(ক) লাশ
(খ) ডাহুক
(গ) সাত সাগরের মাঝি
(ঘ) পাঞ্জেরি

সঠিক উত্তর: (ক) লাশ

১৪. ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি- এই অমর বাক্যাংশের রচয়িতা কে?
(ক) বিষ্ণু দে
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) জীবনানন্দ দাস
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

সঠিক উত্তর: (গ) জীবনানন্দ দাস

১৫. ‘কলম্ব’ শব্দের প্রতিশব্দ কি?
(ক) তীর
(খ) কদম
(গ) সমুদ্রতট
(ঘ) ঢেউ

সঠিক উত্তর: (খ) কদম 

১৬.'অগ্নিবীণা' কাব্য গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন?
(ক) অরবিন্দ ঘোষ
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বারীন্দ্রকুমার ঘোষ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: (গ) বারীন্দ্রকুমার ঘোষ

১৭. সত্যপীর' কার ছদ্মনাম
(ক) শওকত ওসমান
(খ) মীর মোশাররফ হোসেন
(গ) সৈয়দ মুজতবা আলী
(ঘ) সৈয়দ শামসুল হক

সঠিক উত্তর: (গ) সৈয়দ মুজতবা আলী

শওকত ওসমান এর সাহিত‌্য তালিকাঃ
উপন্যাস: জননী (১৯৫৮, প্রথম উপন্যাস, মূল বিষয়বস্তু: গ্রামীণ জীবনের বাস্তবতা ও হিন্দু-মুসলিম বৈষম্য), ক্রীতদাসের হাসি (১৯৬২, মূল বিষয়বস্তু: আইয়ুব খানের সামরিক শাসন), সমাগম (১৯৬৭, কালজয়ী বিখ্যাত মনীষীদের চিন্তাধারা একত্রিত, সাম্রাজ্যবাদ, যুদ্ধ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭১), জাহান্নম হইতে বিদায় (১৯৭১, মুক্তিযুদ্ধ বিষয়ক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও বাস্তব অভিজ্ঞতা, গাজী রহমানের আত্ম-আবিষ্কার ও দেশত্যাগের মানসিক টানা পোড়ন), দুই সৈনিক (১৯৭৩, মুক্তিযুদ্ধ বিষয়ক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিক, চরিত্র: মাখদুম মৃধা ও সায়েদ মাতব্বর), নেকড়ে অরণ্য (১৯৭৩, মুক্তিযুদ্ধ বিষয়ক, পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা, অত্যাচার, নির্যাতন ও নারী নির্যাতন), পতঙ্গ পিঞ্জর (১৯৮৩), আর্তনাদ (১৯৮৫), রাজপ, রাজসাক্ষী, পিতৃপুরুষের পাপ

গল্পগ্রন্থ: জুনু আপা ও অন্যান্য গল্প (১৯৫২), মনিব ও তাহার কুকুর (১৯৮৬), ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (১৯৯০), প্রস্তর ফলক, সাবেক কাহিনী, জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধ বিষয়ক), পুরাতন খঞ্জর, বিগত কালের গল্প, নেত্রপথ, উভশৃঙ্গ, পিজরাপোল, উপলক্ষ

প্রবন্ধগ্রন্থ: ভাব ভাষা ভাবনা (১৯৭৪), সংস্কৃতির চড়াই উৎরাই (১৯৮৫), মুসলিম মানসের রূপান্তর (১৯৮৮)
নাটক: আমলার মামলা (১৯৪৯), পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০), তস্কর ও লস্কর, কাঁকর মনি, বাগদাদের কবি (১৯৫৩)
শিশুতোষ গ্রন্থ: ওটেন সাহেবের বাংলো (১৯৪৪), মস্কুইটো ফোন (১৯৫৭), ক্ষুদে সোশালিস্ট (১৯৭৩), পঞ্চসঙ্গী (১৯৮৭)
রম্যরচনা: নিজস্ব সংবাদদাতা প্রেরিত (১৯৮২)

স্মৃতিকথামূলক গ্রন্থ: স্বজন সংগ্রাম (১৯৮৬), কালরাত্রি খ-চিত্র (১৯৮৬), অনেক কথন (১৯৯১), গুড বাই জাস্টিস মাসুদ (১৯৯৩), মুজিবনগর (১৯৯৩), অস্তিত্বের সঙ্গে সংলাপ (১৯৯৪), সোদরের খোঁজে স্বদেশের সন্ধানে (১৯৯৫), মৌলবাদের আগুন নিয়ে খেলা (১৯৯৬), আর এক ধারাভাষ্য (১৯৯৬)

অনূদিত গ্রন্থ: নিশো (১৯৪৮-৪৯), লুকনিতশি (১৯৪৮), বাগদাদের কবি (১৯৫৩, নাটক), টাইম মেশিন (১৯৫৯), পাঁচটি কাহিনী (লিও টলস্টয়, ১৯৫৯), স্পেনের ছোটগল্প (১৯৬৫), পাঁচটি নাটক (মলিয়ার, ১৯৭২), ডাক্তার আবদুল্লাহর কারখানা (১৯৭৩), পৃথিবীর রঙ্গমঞ্চে মানুষ (১৯৮৫), সন্তানের স্বীকারোক্তি (১৯৮৫)

১৮. তোষামোদ ও রাজনীতির ভাষা গ্রন্থের রচয়িতা কে?
(ক) মুহম্মদ শহীদুল্লাহ
(খ) মুহম্মদ আব্দুল হাই
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) সৈয়দ মুজতবা আলী

সঠিক উত্তর: (খ) মুহম্মদ আব্দুল হাই

১৯. গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কয়টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে?
(ক) ৪৫টি
(গ) ৪৬টি
(খ) ৪৭টি 
(ঘ) ৪৪টি

সঠিক উত্তর: (ঘ) ৪৪টি

২০. প্রটোকল বলতে বুঝায়-
(ক) বহুপাক্ষিকচুক্তি
(খ) প্রতিষ্ঠাগতআন্তর্জাতিকচুক্তি
(গ) দ্বিপাক্ষিকচুক্তি
(ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি

সঠিক উত্তর: (ঘ) আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি

২১. সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোছা' এর অর্থ কী?
(ক) তীব্র বাতাস
(খ) কালো মেঘ
(গ) সুগন্ধিফুল
(ঘ) উত্তাল ঢেউ

সঠিক উত্তর: (গ) সুগন্ধিফুল

২২. বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর গবেষণা অনুযায়ী বাংলাদেশের কোন তিনটি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে?
(ক) হাতিয়া, সন্দ্বীপ, ভাসানচর
(খ) সন্দ্বীপ, হাতিয়া, নিঝুমদ্বীপ
(গ) হাতিয়া, উড়িরচর, সন্দ্বীপ
(ঘ) সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর

সঠিক উত্তর: (ঘ) সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, ভাসানচর

২৩. নিম্নের কোন রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে?
(ক) উত্তর কেরিয়া
(খ) চীন
(গ) কিউবা
(ঘ) রাশিয়া

সঠিক উত্তর: (ঘ) রাশিয়া

২৪. জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্রের ক্ষতি মোকাবিলায় ২০২৪ সালে কোন সংস্থা 'Nature Restoration Regulation' প্রণয়ন করেছে?
(ক) অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OCED)
(খ) জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)
(গ) ইউরোপীয় ইউনিয়ন (EU)
(ঘ) বিশ্ব ব্যাংক (World Bank)

সঠিক উত্তর: (গ) ইউরোপীয় ইউনিয়ন (EU)

২৫. ড. আবেদ চৌধুরী একজন-
(ক) চিকিৎসক
(খ) জিন গবেষক
(গ) উদ্ভিদ গবেষক
(ঘ) প্রাণী গবেষক

সঠিক উত্তর: (খ) জিন গবেষক

২৬. লীগ অব ন্যাশনস্ কত সালে ফিলিস্থিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে?
(ক) ১৯২৭
(খ) ১৯১৭
(গ) ১৯২২
(ঘ) ১৯৩৭

সঠিক উত্তর: (গ) ১৯২২

২৭. কোন পণ্যটি প্রথম বাংলাদেশী জি আই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে?
(ক) ইলিশ মাছ
(খ) কালিজিরা ধান
(গ) ফজলি আম
(ঘ) জামদানি শাড়ি 

সঠিক উত্তর: (ঘ) জামদানি শাড়ি 

২৮. যদি 1394 = ACID হয় তাহলে 4516=?
(ক) DEAD
(গ) DEAN
(খ) DEAL
(ঘ) DEAF

সঠিক উত্তর: (ঘ) DEAF

২৯. রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রংগুলো হলো -
(ক) সবুজ, বেগুনী, লাল
(খ) নীল, কমলা, লাল
(গ) লাল, সবুজ, নীল
(ঘ) লাল, নীল, হলুদ

সঠিক উত্তর: (গ) লাল, সবুজ, নীল

৩০. মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি?
(ক) IBM
(খ) BSA
(গ) EPUB
(ঘ) COD

সঠিক উত্তর: (খ) BSA

৩১. 
x1x=3x - \dfrac{1}{x} = \sqrt{3} হলে x23xx^2 - \sqrt{3}x এর মান কত?
(ক) 4
(খ) 3
(গ) 2
(ঘ) 1

সঠিক উত্তর: (ঘ) 1

৩২. 'রেডিওথেরাপি' কোষের কোনটিকে ধ্বংস করে ?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) কোষগহবর
(গ) নিউক্লিয়াস
(ঘ) DNA

সঠিক উত্তর: (ঘ) DNA
৩৩. ৬ মিটার দীর্ঘ একটিগাছেরছায়ার দৈর্ঘ্য 6√3 হলে গাছের শীর্ষ বিন্দুরউন্নতি কোণ কত?
ক. 0°
খ. 30°
গ. 45°
ঘ. 60°

সঠিক উত্তর: খ. 30°

৩৪. P, Q থেকে লম্বা। Q. R এর থেকে লম্বা। M, N থেকে লম্বা। N, Q অপেক্ষা লম্বা। কার উচ্চতা সব থেকে কম?
(ক) P
(খ) Q
(গ) R
(ঘ) N

সঠিক উত্তর: (গ) R

৩৫. ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। ২ দিন পর ৯ টি আম পঁচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?
(ক) ৭৫টি
(খ) ৯৫ টি
(গ) ৮৫টি
(ঘ) ১০৫ টি

সঠিক উত্তর: (খ) ৯৫ টি

৩৬. শরীরে পানি কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়?
(ক) ১৬%
(খ) ১৪%
(গ) ১০%
(৪) ১২%

সঠিক উত্তর: (গ) ১০%

৩৭. a3 – 8a - 8 কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?
(ক) – 1
(খ) -15
(গ) 1
(ঘ) 0

সঠিক উত্তর: (ক) – 1

৩৮. ∆AABC এ ∠A = 70°, ∠B = 20° হলে ত্রিভুজটি কী
ধরনের?
ক. সমকোণী
খ. সূক্ষকোনী
গ. সমদ্বিবাহু
ঘ. সমনাঙ্ক

সঠিক উত্তর: ক. সমকোণী

৩৯. ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্ট এর পরিমাণের অনুপাত ৪:১। মিশ্রণটিতে বালির পরিমাণ কত?
(ক) ২৪ কেজি
(গ) ৩২ কেজি
(খ) ৩০ কেজি
(ঘ) ২৫ কেজি

সঠিক উত্তর: (ক) ২৪ কেজি

৪০. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর অধীন সংঘটিত অপরাধের শিকার ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার কত ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত একটি সার্টিফিকেট বিনামূল্যে ভিকটিমকে প্রদান করতে হবে।
(ক) ৪৮ ঘণ্টা
(খ) ৭২ ঘণ্টা
(গ) ২৪ ঘন্টা
(ঘ) ৩৬ ঘন্টা

সঠিক উত্তর:  

৪১. লিগ্যাল এইড অফিসার কর্তৃক মিমাংসা সভা অনুষ্ঠানের ক্ষেত্রে জারিকারক নোটিশ গ্রহণের কত দিনের মধ্যে পক্ষগণের ঠিকানায় জারির ব্যবস্থা করবেন ।
(ক) অনধিক ৭ দিন
(খ) অনধিক ১০ দিন
(গ) অনধিক ২১ দিন
(ঘ) অনধিক ১৫ দিন

সঠিক উত্তর:  

৪২. The Special Powers Act, 1974 এর ৩ ধারা অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ প্রদান করতে পারবেন কে?
(ক) জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
(খ) বা অতিরিক্ত জেলা জন
(গ) উপদেষ্টা পর্ষদ (Advisory Board)
(ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সঠিক উত্তর:  

৪৩. আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর সর্বোত্তম স্বার্থে বিকল্প পন্থা (Diversion) গ্রহন করা হলে বিকল্প পন্থার শর্ত প্রতিপালন বিষয়ে লক্ষ্য রাখার দায়িত্ব কার উপর বর্তায়? 
(ক) শিশুবিষয়কেপুলিশকর্মকর্তা
(খ) শিশুরমাতা-পিতাবাঅভিভাবক 
(গ) শিশুআদালত
(ঘ) প্রবেশন কর্মকর্তা

সঠিক উত্তর:  

৪৪. মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর অধীনে সংঘটিত অপরাধ বিচারের সম্পন্ন আনা হলো-
(ক) স্পেশাল জজ আদালত
(খ) জেলা ও দায়রা জজ আদালত
(গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
(ঘ) 'ক' ও 'খ' তে উল্লিখিত উভয় আদালত 

সঠিক উত্তর:  

৪৫. নিম্নের কোনটিThe Special Powers Act, 1974 এর তফসিলভুক্ত আইন-
(ক) The Arms Acts, 1878
(খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, 2006
(গ) The Explosive Act, 1884
(গ) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, 2018

সঠিক উত্তর:  

৪৬. কোন ব্যক্তি অ্যালকোহল পান কিংবা নেশান্তে অবস্থায় গাড়ি চালালে কী দণ্ডে হবেন?
(ক) অনুর্ধ্ব ৩ বত্সর কারাদণ্ড ও অর্থদণ্ড
(খ) অনুর্ধ্ব ২ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড
(গ) অনুর্ধ্ব ৭ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড
(ঘ) অনুর্ধ্ব ১ বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ড

সঠিক উত্তর:  

৪৭. রায় প্রদানকালে আনীত অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক মর্মে সন্তোষজনকভাবে প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কত দিনের কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?
(ক) অনধিকপাঁচবার
(খ) অনধিক সাত বৎসর
(গ) অনধিক এক বৎসের 
(ঘ) অনধিক দুইবার 

সঠিক উত্তর:  

৪৮. মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধের সাথে নিদ্রের কোন আইনের অপরাধ জড়িত?
(ক) মানিলন্ডারিংআইন, ২০১২
(খ) এসিড অপরাধ দমন আইন, ২০০২
(গ) ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫
(ঘ) উপরের কোনটিই নয়

সঠিক উত্তর:  

৪৯. মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর অধীন প্রতিরোধমূলক তল্লাশি কার্যক্রম পরিচালনার কত ঘন্টার মধ্যে তল্লাশির কারণ ও ও ফলাফল সম্বলিত বিবরণ প্রতিবেদন প্রস্তুত করতে হয়?
(ক) ৬০ ঘণ্টা
(গ) ৭২ ঘণ্টা
(খ) ১২ ঘন্টা
(ঘ) ৪৫ ঘন্টা

সঠিক উত্তর:  

৫০. আদালত কর্তৃক একজন সরকারী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইন, ২০০৪ এর অধীন অপরাধ বিচারার্থে আমলে গ্রহণের ক্ষেত্রে-
(ক) শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের অনুমোদন আবশ্যক হবে
(খ) শুধুমাত্র সরকারের অনুমোদন আবশ্যক হবে
(গ) কমিশন ও সরকার উভয়ের অনুমোদন আবশ্যক হবে 
(ঘ) অনুমোদনেরই আবশ্যকতা নেই

সঠিক উত্তর:  

৫১. মাদকদ্রব্যের রাসায়নিক গঠনের অনুরুপ গঠন বিশিষ্ট বস্তু না হওয়া সত্ত্বেও মাদকের ন্যায় আসক্তি সৃষ্টিকারী মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টিতে কার্যকর বস্তুকে কী বলে?
(ক) আলকোহল (Alcohol)
(খ) অ্যালকালয়েং (Alkaloid)
(গ) অ্যানালগ (Analogue)
(ঘ) অ্যাগনিস্ট (Agonist)

সঠিক উত্তর:  

৫২. কোনো ব্যক্তি দুর্নীতির অপবাদের অভিযোগ দায়ের করতে থানায় গেলে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুযায়ী বানার দায়িত্ব হবে-
(ক) অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করে একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেয়া
(খ) অভিযোগটি সাধারণ ভাবে বিযুক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি কমিশনে পাঠানো
(গ) দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়ে অভিযোগটি অভিযোগকারীকে ফেরত দেয়া
(ঘ) অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো

সঠিক উত্তর:  

৫৩. অনাদায়ের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন, অথবা দায় পরিশোধের চুক্তিকেThe Contract Act, 1872 অনুসারে কী বলা হয় ?
(ক) ঘটনা নির্ভর চুক্তি
(খ) জামিনের চুক্তি 
(গ) খেসারতের চুক্তি
(ঘ) জিম্মা

সঠিক উত্তর:  

৫৪. The Transfer of Property Act, 1882 এর ১০৫ ধারা অনুসারে ইজারার মূল্যকে কী বলা হয়?
ক) খাজনা
(খ) সুদ
(গ) কর
(ঘ) সেলামী

সঠিক উত্তর:  

৫৫. The Transfer of Property Act, 1882 এর কোন ধারায় সৎ বিশ্বাসে ও মুল্যের বিনিময়ে হস্তান্তর গ্রহীতা-এর অধিকার সংরক্ষণ করা হয়েছে।
(ক) 53D
(খ) 52
(গ) 53
(ঘ) 53B

সঠিক উত্তর:  

৫৬. The Transfer of Property Act, 1882 এর বিধানে সোলেডিক্রীর ক্ষেত্রে Lis. pendens নীতি-
(ক)প্রয়োগযোগ্য হবে
(খ) প্রয়োগযোগ্য হবেনা
(গ)আদালত অনুমতি দিলে প্রয়োগ যোগ্য হবে
(ঘ)উপরের কোনটিই

সঠিক উত্তর:  

৫৭. The Transfer of Property Act, 1882 এর বিধানে বিনা জামানত গ্রহণ করা হলে ঋণদাতার পাওনার যে অধিকার সৃষ্টি হয় তাকে কী বলে?
(ক) চার্জ
(গ) রেহেন
(খ) দান
(ঘ)নালিশযোগ্য দাবী

সঠিক উত্তর:  

৫৮. The Transfer of Property Act, 1882 এর বিধানে সম্পত্তির বিক্রয় চুক্তিতে দলিলসম্পাদন ও রেজিস্ট্রির সময় উল্লেখনা থাকলে কত সময় ধরে নিতে হবে?
(ক) ২ মাস
(গ) ৬ মাস
(খ) ৪ মাস
(ঘ) ১ মাস

সঠিক উত্তর:  

৫৯. The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৪৩ ধারা অনুসারে স্বত্বলিপি হালনাগাদ সংরক্ষণ কার্যক্রমে কোন কারণ প্রসূতঃ পরিবর্তন স্বত্বলিপিতে সন্নিবেশযোগ্য নয়।
(ক) হস্তান্তরের ফলে নামজারী
(খ) জোতের একত্রীকরণ
(গ) রিসিভার নিয়োগ
(ঘ) জমি সিকন্তি হেতু খাজনা মওকুপ

সঠিক উত্তর:  

৬০. The Contract Act 1872 এর বিধান মতে Coercion-এর মাধ্যমে সম্মতি আদায় করলে সে চুক্তি
(ক) বৈধ
(খ) বাতিল
(গ) বাতিলযোগ্য
(ঘ) অবৈধ

সঠিক উত্তর:  

৬১. Onerous Gift কোন আইনের বিধানে প্রযোজ্য?
(ক) মুসলিম আইন
(খ) হিন্দু আইন
(গ) সম্পত্তি হস্তান্তর আইন 
(ঘ) উপরের সবকটি

সঠিক উত্তর:  

৬২. The Registration Act, 1908 এর বিধানে মিথ্যা তথ্য দিয়ে দলিল রেজিষ্ট্রির শান্তি -
(ক) ৭ বছরেরকারাদ
(খ) অর্থদণ্ড
(গ) ক ও খ উভয়েই
(ঘ) ক অথবা গ 

সঠিক উত্তর:  

৬৩. "Semper Praesumitur Pro Legitimatione Puerorum"- নীতিটি The Evidence Act, 1872 এর কোন ধারার সাথে সম্পর্কিত?
(ক) ১১৫
(গ) ১১২
(খ) ১১৪
(ঘ) ১১১

সঠিক উত্তর:  

৬৪. 'A' জানে যে 'B', 'Z' কে হত্যা করেছে, তবুও 'B' কে শাস্তি হতে রক্ষা করার উদ্দেশ্যে 'Z' এর মৃতদেহ লুকিয়ে ফেলতে 'A', 'B' কে সাহায্য করে। The Penal Code, 1860 এর কোন ধারায় 'A' শাস্তিযোগ্য অপরাধ করেছে?
(ক) ৩০
(গ) ২০১
(খ) ২০২
(ঘ) ১১১

সঠিক উত্তর: (ঘ) ১১১
ব‌্যাখ‌্যাঃ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ২০১
২০১ ধারা: অপরাধের প্রমাণ অদৃশ্যকরণ বা অপরাধীকে শাস্তি হতে বাঁচানোর জন্য মিথ্যা তথ্য প্রদান (Causing disappearance of evidence of offence, or giving false information to screen offender)
ধারা ২০১ অনুসারে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংঘটিত হয়েছে জেনেও, সেই অপরাধীকে শাস্তি থেকে রক্ষা করার উদ্দেশ্যে:
অপরাধের প্রমাণ অদৃশ্য করেন (যেমন মৃতদেহ লুকিয়ে ফেলা বা পোড়ানো); অথবা
অপরাধ সম্পর্কিত কোনো মিথ্যা তথ্য প্রদান করেন;
তবে সেই ব্যক্তি মূল অপরাধের ভয়াবহতা অনুযায়ী দণ্ডনীয় হবেন।

৬৫. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুসারে জজ বা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে পারেন?
(ক) 539
(খ) 540
(গ) 538
(ঘ) 539B

সঠিক উত্তর:  

৬৬. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুসারে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পরে গ্রেফতারকারী পুলিশ অফিসারের জন্য Memorandum of Arrest প্রস্তুত করা বাধ্যতামূলক?
(ক) 46A
(খ) 45A
(গ) 47A
(ঘ) 43A

সঠিক উত্তর: (ক) 46A
ব‌্যাখ‌্যাঃ ধারা ৪৬: গ্রেফতারের পদ্ধতি (Arrest how made)
১. গ্রেফতারের প্রক্রিয়া (Sub-section 46(1))
গ্রেফতারের জন্য পুলিশ অফিসার বা অন্য কোনো গ্রেফতারকারী ব্যক্তিকে নিম্নলিখিত উপায়ে অভিযুক্ত ব্যক্তির শরীরে স্পর্শ করতে বা আবদ্ধ (confine) করতে হবে:
যেই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, সেই ব্যক্তির শরীরে স্পর্শ করে (actually touching) অথবা গ্রেফতারের জন্য তার দেহকে আবদ্ধ করে (confining)।

তবে, যদি মৌখিক বা অঙ্গভঙ্গির মাধ্যমে আত্মসমর্পণ করা হয়, তবে স্পর্শ বা আবদ্ধ করার প্রয়োজন নেই। অর্থাৎ, যদি অভিযুক্ত ব্যক্তি গ্রেফতারকারী অফিসারের কর্তৃত্বে স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করেন (submits to the custody), তবে আনুষ্ঠানিক স্পর্শ করা আবশ্যক নয়।

২. বলপ্রয়োগের অনুমতি (Sub-section 46(2))
যদি গ্রেফতার করতে চাওয়া ব্যক্তি বলপ্রয়োগ করে গ্রেফতার এড়াতে চেষ্টা করেন বা গ্রেফতারের প্রচেষ্টায় বাধা দেন, তবে গ্রেফতারকারী অফিসার বা অন্য কোনো ব্যক্তি গ্রেফতারটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল উপায় অবলম্বন করতে পারবেন। অর্থাৎ, যতটুকু শক্তি প্রয়োগ করা অপরিহার্য, ততটুকু প্রয়োগ করা যাবে।

৩. মৃত্যুর কারণ হওয়ার নিষেধাজ্ঞা (Sub-section 46(3))
এই উপ-ধারায় বলপ্রয়োগের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটি স্পষ্টভাবে বলে যে, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন কোনো অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের উদ্দেশ্যে, গ্রেফতারকারী অফিসারের মৃত্যু ঘটানোর অধিকার (right to cause the death) থাকবে না।

গুরুত্বপূর্ণ সারমর্ম: এই উপ-ধারাটি বলপ্রয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে: গ্রেফতারের জন্য কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, যদি না সেই ব্যক্তি এমন কোনো অপরাধে অভিযুক্ত হন, যার জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি রয়েছে।

৬৭. The Penal Code, 1860 এর কোন ধারা অনুসারে সরকার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সম্মতি ব্যতীত উক্ত দণ্ডকে অন্য যেকোনো দণ্ডে রূপান্তর করতে পারে?
(ক) ৭৪
(খ) ৪৪
(গ) ৬৪
(ঘ) ৫৪

সঠিক উত্তর:  

৬৮. 'ক' একটি বাক্স ভেঙ্গে কিছু গহনা চুরির চেষ্টা করে। সে বাক্সটি ভেঙ্গে দেখতে পায় তাতে কোনো গহনা নেই। 'ক' The Penal Code, 1860 এর কোন ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছে?
(ক) 511
(খ) 411
(গ) 379
(ঘ) 380

সঠিক উত্তর:  

৬৯. The Code of Criminal Procedure, 1898 অনুসারে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ এর তদন্ত ও বিচার বাংলাদেশের অভ্যন্তরে করতে হলে- 
(ক) সরকারের পূর্বানুমোদন ( prior sanction) লাগবে।
(খ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের অনুমতি লাগবে ।
(গ) তদন্ত বা বিচারের যেকোনো পর্যায়ে অনুমোদন নেওয়া যাবে।
(ঘ) কোনো পূর্বানুমোদন লাগবে না।

সঠিক উত্তর:  

৭০. The Code of Criminal Procedure, 1898 অনুসারে দণ্ডের অপর্যাপ্ততার বিরুদ্ধে অভিযোগকারী দণ্ডাদেশ প্রদানের কত দিনের মধ্যে আপিল দায়ের করতে পারবে?
(ক) ৯০ দিন
(খ) ৩০ দিন
(গ) ১২০ দিন
(ঘ) ৬০ দিন

সঠিক উত্তর:  

৭১. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা অনুযায়ী আদালত সা পীর সুরা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারে?
(ক) 543
(খ) 542
(গ) 540(2)
(ঘ) 544(2)

সঠিক উত্তর:  

৭২. 'ফৌজদারী মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়' এই বক্তব্যের ব্যতিক্ৰম কোনটি?
(ক) এজাহার দায়ের
(খ) চার্জ গঠন
(গ) আপিল দায়ের
(ঘ) পুলিশ রিপোর্ট দাখিল

সঠিক উত্তর:  
 
৭৩."In Dubio Pro Reo" এই ম্যাক্সিমটি নিম্নের কার সাথে সম্পর্কিত?
(ক) সাক্ষী
(খ) আসামি
(গ) বৈরী সাক্ষী
(ঘ) অভিযোগকারী 

সঠিক উত্তর:  

৭৪. হিন্দু আইনে Fuctum Valet নীতিটির প্রবর্তক কে?
(ক) জীমূত বাহন
(খ) নারন
(গ) মনু
(ঘ) সাজসজ্জা

সঠিক উত্তর:  

৭৫. পারিবারিক আদালত বিবাদীর প্রার্থনামতে লিখিত বর্ণনা দাখিলের জন্য সর্বোচ্চ সময় দিতে পারে -
(ক) ২১ কর্মদিবস
(খ) অনধিক ২১ দিন
(গ) অন্যূন ২১ কর্মদিবস 
(ঘ) অন্যূন ২১ দিন 

সঠিক উত্তর:  

৭৬, নিম্নের কোনটি তিন তালাক নামে পরিচিত ?
(ক) তালাক আহসান ( ahsan )
(খ) তালাক হাসান (hasan)
(গ) তালাক-উল-বিদাত (talak al-bid'a)
(ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তর:  
 
৭৭. হিন্দু দায় ভাগ মতবাদ অনুসারে উত্তরাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় -
(ক) পুত্রসম্ভবা কন্যা
(খ) বন্ধ্যা কন্যা
(গ) অবিবাহিত কন্যা
(ঘ) পুত্রবতী কন্যা

সঠিক উত্তর:  

৭৮. স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক বিবাহ বাতিলের ক্ষমতা ______ নামে পরিচিত।
(ক) ফাসেক
(খ) ইলা
(গ) ফুলা
(ঘ) জিহার

সঠিক উত্তর:  

৭৯. নিচের কোন ক্ষেত্রে দান উইলের মত কার্যকর হয়? 
(ক) স্বামী কর্তৃক স্ত্রী বরাবর দান
(খ) অজাত ব্যক্তি বরাবর দান 
(গ) মরজ-উল-মউত কালে দান
(ঘ) মাতৃগর্ভে থাকা শিশু বরাবর দান

সঠিক উত্তর:  
 
৮০. পারিবারিক আদালতের প্রদত্ত একতরফা ডিক্রি বাতিলের আবেদন দায়েরের মেয়াদ গণনার ক্ষেত্রে The Limitation Act, 1908 এর ৫ ধারা পারিবারিক আদালত আইন, ২০১৩ এর কত ধারায় প্রযোজ্য হবে?
(ক) ৬ (৯)
(গ) ১১
(খ) ৮
(ঘ) ১০ (৬)

সঠিক উত্তর:  

৮১. ইসলামী জুরিস প্রুডেন্স এর বিজ্ঞান হলো-
(ক) ইজমা
(গ) ফিকাহ্
(খ) কিয়াস
(ঘ) উপরের সবগুলো

সঠিক উত্তর:  

৮২. হানাফী মতবাদ অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারে কয় শ্রেণির ব্যক্তি?
(ক) ২ শ্রেণির
(গ) ৫ শ্রেণির
(খ) ৩ শ্রেণির
(ঘ) ৪ শ্রেণির

সঠিক উত্তর:  

৮৩. সংসদের কোন আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোন কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না- সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
(ক) ৮৫
(খ) ৮১
(গ) ৮৩
(ঘ) ৮০

সঠিক উত্তর:  

৮৪. আইন ব্যাখ্যার প্রচলিত পদ্ধতিগুলিকে আক্ষরিক (Gramatical) এবং যুক্তিবাদী (Logical) দুটি ভাগে
ভাগ করেছেন বিখ্যাত আইনবিদ-
(ক) N.S Bindra
(খ) Salmond
(গ) Francis Bacon
(ঘ) John Chipman Gray

সঠিক উত্তর:  

৮৫. রাষ্ট্রপতি প্রণীত অধ্যাদেশ কত দিনের মধ্যে সংসদের মাধ্যমে আইনে পরিণত করা না হলে বিলুপ্ত হয়ে যাবে।
(ক) অধ্যাদেশ প্রণয়নের তারিখ হতে ৯০ দিন
(খ) প্রথম সংসদ অধিবেশনের ১ম দিন হতে ৩০ দিন 
(গ) প্রথম সংসদ অধিবেশনে উত্থাপনের তারিখ হতে ৩০দিন 
(ঘ) অধ্যাদেশ প্রণয়নের তারিখ হতে ৬ মাস

সঠিক উত্তর:  
 
৮৬. ‘বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র সংবিধানের কোথায় এর উল্লেখ আছে?
(ক) প্রস্থাবনায়
(গ) অনুচ্ছেন ৭
(খ) অনুচ্ছেদ ১
(ঘ) অনুচ্ছেদ ৪ (২) 

সঠিক উত্তর:  

৮৭. আমেরিকার আইন ব্যবস্থায় প্রচলিত 'Due process ' ধারণার সমার্থক বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিফলিত হয়েছে?
(ক) ২৭৩ ৩১ অনুচ্ছেদ
(খ) ২৮ ও ২৯ অনুচ্ছে
(গ) ৩২ অনুচ্ছেদ
(ঘ) সবকটিতেই

সঠিক উত্তর:  

৮৮. আদালত ও ট্রাইব্যুনাল সমূহের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগে নিজের কোন বিধানটি অতিরিক্ত বলে বিবেচিত।
(ক) সংবিধানের ১০৯ অনুচ্ছেদ
(খ) দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা
(গ) সংবিধানের ১০২ অনুচ্ছেদ
(ঘ) ফৌজদারী কার্যবিধির ৪০৯ ধারা

সঠিক উত্তর:  
 
৮৯. নিম্নের কোন ধারায় প্রজাতন্ত্র অর্থ 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' সংজ্ঞাটি দেওয়া আছে-
(ক) The General Clauses Act, 1897 এর 3 (50a)
(খ) The General Clauses Act, 1897 এর 3 (45) 
(গ) The General Clauses Act, 1897 এর 3 (46) 
(ঘ) The General Clauses Act, 1897 এর 3 (46a) 

সঠিক উত্তর:  

৯০. বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর বিচারকগণকে অপসারণের সুপারিশকারী কর্তৃপ
(ক) প্রধানমন্ত্রী
(খ) রাষ্ট্রপতি
(গ) সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল
(ঘ) জাতীয় সংসদ

সঠিক উত্তর:  

৯১. The phrase "to break the internet' means to-
(ক) generate something that goes viral with massive amoun of online discussion 
(খ) speak against the abuses of internet 
(গ) use internet with restrictions and rules 
(ঘ) prevent negative online viral issues

সঠিক উত্তর:   ক

৯২. Which one of the following is the correct sentence?
(ক) Why they went there yesterday? 
(খ) Why had they gone there yesterday? 
(গ) Why did they go there yesterday? 
(ঘ) Why did they went there yesterday?

সঠিক উত্তর:  

৯৩."Blessed are they who maintain justice." Here 'who' is a/an-
(ক) Interrogative adjective 
(খ) Interrogative pronoun 
(গ) Coordinating conjunction
(ঘ) Relative pronoun

সঠিক উত্তর:  

৯৪. Find the correct sentence:
(ক) The Taj Mahal is one of the wonder of the world.
(খ) Sahara is in Africa.
(গ) Bay of Bengal lies to the south of Bangladesh.
(ঘ) The Ganges flows down from the Himalayas.

সঠিক উত্তর:   ঘ

৯৫. Charity begins at home and justice next door'- who wrot this?
(ক) John Milton
(খ) Christopher Marlowe
(গ) Charles Dickens
(ঘ) William Shakespeare

সঠিক উত্তর:   গ

৯৬. Which of the following is correctly spelt?
(ক) Connoisseur
(খ)Rendezvos
(গ) Ubiquitus
(ঘ) Evanecent

সঠিক উত্তর:   ক

৯৭. Envy is the ulcer of the soul- the figure of speech that lies here is-
(ক) Simple
(খ) Metaphor
(গ) Personification 
(ঘ) Hyperbole

সঠিক উত্তর:  

৯৮. The idiom 'on cloud nine' means-
(ক) extremely happy
(খ) extremely sorry
(গ) extremely dissatisfied
(ঘ) most unlucky

সঠিক উত্তর: (ক) extremely happy
ব‌্যাখ‌্যাঃ 'On cloud nine' বাগধারাটির অর্থ হল অত্যন্ত খুশি (extremely happy), আনন্দিত, বা পরম সুখের অবস্থায় থাকা।

৯৯. Choose the correct word/words to complete the sentence: I will drink life to the______.
(ক) little
(খ) lees
(গ) least
(ঘ) less

সঠিক উত্তর: (খ) lees
ব‌্যাখ‌্যাঃ এই বাক্যটি একটি বিখ্যাত অভিব্যক্তি, যা সাধারণত জীবনের অভিজ্ঞতাকে পূর্ণভাবে উপভোগ করার দৃঢ় সংকল্প বোঝাতে ব্যবহৃত হয়। এই অভিব্যক্তিটি বিশেষভাবে কবি আলফ্রেড টেনিসন (Alfred, Lord Tennyson) তার বিখ্যাত কবিতা "ইউলিসিস" (Ulysses)-এ ব্যবহার করেছেন।

১০০. In linguistics, semantics refers to- 
(ক) the study of meaning in language
(খ) the study of sentence formation
(গ) the study of human speech sounds 
(ঘ) the study of word formation

সঠিক উত্তর: (ক) the study of meaning in language

Post a Comment

0 Comments