ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার নিয়োগ পরীক্ষা ২০২৫: প্রশ্ন সমাধান, সিলেবাস ও প্রস্তুতি নির্দেশিকা

ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৫ 
পদের নামঃ পেশকার
পরীক্ষার তারিখঃ ১২/১২/২০২৫
সময়: ৯০ মিনিট
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার নিয়োগ পরীক্ষা ২০২৫: প্রশ্ন সমাধান, সিলেবাস ও প্রস্তুতি নির্দেশিকা
১. এককথায় প্রকাশ করুন:
ক. যিনি ভবিষ্যৎ না ভেবেই কাজ করেন - অবিমৃষ্যকারী।
খ. যিনি ন্যায়শাস্ত্র জানেন- নৈয়ায়িক।
গ. মৃত্তিকার দ্বারা নির্মিত- মৃন্ময়।

২. ব্যাসবাক্যসহ সমাস লিখুন;
ক. নীল অম্বর যার = নীলাম্বর (বহুব্রীহি)
খ. ক্ষীণভাবে বাঁচে যে = ক্ষীণজীবী (উপপদ তৎপুরুষ) 
গ. শত বর্ষের সমাহার = শতবার্ষিক (দ্বিগু সমাস)

৩. অর্থসহ বাক্য রচনা করুন :
ক. ঘুঘু চরানো (সর্বনাশ করা): ছোট ভাই শেষ পর্যন্ত বড় ভাইয়ের ভিটেয় ঘুঘু চরিয়ে ছাড়লো।
খ. হ য ব র ল ( বিশৃঙ্খলা): নেতার বিতর্কিত বক্তব্যে উপস্থিত জনতা ক্ষিপ্ত হওয়ায় অনুষ্ঠানের সমাপ্তিতে হ য ব র ল অবস্থা তৈরি হয়েছিল।
গ. শরতের শিশির (সুসময়ের বন্ধু): টাকা-পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না।
৪. শুদ্ধ করে লিখুন:
ক. আকন্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
উত্তর. আকন্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
খ. তার ব্যবহার মাধুর্যতা নেই। 
উত্তর. তার ব্যবহারে মাধুর্য নেই।
গ. অনুষ্ঠানে স্বপরিবারে আপনি আমন্ত্রিত। 
উত্তর. অনুষ্ঠানে সপরিবারে আপনি আমন্ত্রিত

৫.ক. WB Yeats এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এবং কী কারণে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন 'গীতাঞ্জলি' (১৯১০) কাব্য। গীতাঞ্জলির ১৫৭টি গানের মধ্য থেকে ১০৩টি গান/কবিতার ইংরেজি অনুবাদ Song Offerings নামে নভেম্বর, ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হয়। Song Offerings এর ভূমিকা লিখেন ইংরেজ কবি WB Yeats রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য নোবেল পান।
খ. চর্যাপদ কী? কবে আবিষ্কার হয়?
উ. চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন।

গ. ‘ক্রীতদাসের হাসি' গ্রন্থের লেখক কে? রচনার উদ্দেশ্য কী? 
উত্তর. ‘ক্রীতদাসের হাসি' উপন্যাসের লেখক শওকত ওসমান। এ প্রতীকাশ্রয়ী উপন্যাস রচনার মূল উদ্দেশ্য হলো বাগদাদের বাদশা হারুন অর রশিদের মাধ্যমে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরূপ শাসনের সমালোচনা করা। 

ঘ. ‘দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার' পঙ্ক্তিতে ‘কান্তার’ শব্দের অর্থ কী? কবিতাটির রচয়িতা কে?

উত্তর. ‘কান্তার’ শব্দের অর্থ নিবিড় বন, দুর্গম পথ, বনজঙ্গল। পঙ্ক্তিটি ‘কাণ্ডারী হুঁশিয়ার' কবিতার, যা কাজী নজরুল ইসলাম রচনা করেন।
৬. ভাব-সম্প্রসারণ করুন:
বই কিনে কেউ দেউলিয়া হয় না

মূলভাব: বই ক্রয়ে সামান্য অর্থ ব্যয় হলেও তা থেকে অর্জিত জ্ঞানের মূল্য অসামান্য। আর্থিক মূল্যে নয়, সাংস্কৃতিক রুচির বিচারে বই কেনা উত্তম কর্ম।
সম্প্রসারিত ভাব: সভ্যতার প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ জ্ঞান সাধনার মাধ্যমে পৃথিবীকে বসবাস উপযোগী করে আসছে। জ্ঞান সাধনা একটা নিরন্তর ঘটনা। জ্ঞান মানুষের পরম ধন। আর জ্ঞান অর্জনের একটি অন্যতম উপায় হলো বই পড়া। বই পড়ার মাধ্যমে মানব মনের সুকুমার বৃত্তিসমূহের পরিপূর্ণ বিকাশ ঘটে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মজ্জাগত চেতনা ও সৃষ্টির অবলম্বন হলো বই। সুদূর অতীতের জানা-অজানা বিষয়গুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় বই। তবে এই বইটিকে অবশ্যই সৃজনশীল ও নিরীক্ষাধর্মী হতে হবে। একটি সৃজনশীল বই জ্ঞানের আধার, চির যৌবনা ও চির অমলিন আনন্দের উৎস। বইয়ের মূল্য এত বেশি যে, পারস্য কবি ওমর খৈয়াম স্বর্গেও বই নিয়ে যেতে চেয়েছেন। আবার দার্শনিক টলস্টয় বলেছেন, ‘জীবনে তিনটি বস্তুই বিশেষভাবে প্রয়োজন তা হচ্ছে বই, বই এবং বই।' কিন্তু বই কিনতে হলে বিনিময় মূল্য হিসেবে আমাদের অর্থ ব্যয় করতে হয়। অনেকেই একে অপচয় মনে করেন। খেয়ালের বশবর্তী হয়ে মানুষ নানা কাজে অর্থব্যয় করে থাকে, শুধু বই ক্রয়েই তাদের অনাগ্রহ। জীবনে সাফল্য লাভের জন্য কঠিন সাধনা ও কর্ম সম্পাদন করতে হয়। এ কর্মসাধনের জন্য প্রয়োজন উপযুক্ত মেধা, প্রচেষ্ঠা ও জ্ঞান। সামান্য অর্থ ব্যয় করে বইয়ের রাজ্য থেকে জ্ঞান অর্জন করে জীবনকে সমৃদ্ধ করা যায়। এক্ষেত্রে ব্যয়িত অর্থের তুলনায় অর্জিত জ্ঞান কয়েকগুণ বেশি মূল্যবান। এ জ্ঞানকে কাজে লাগিয়ে জগতের অন্যান্য সম্পদের সন্ধান করা যায়। তাই বইয়ের জন্য ব্যয়িত অর্থ অপচয় নয়, বরং তা জীবনের সাফল্য লাভের পাথেয়। জীবনের অধিকাংশ সম্পদই ভোগের সাথে সাথে নিঃশেষ হয়ে যায় কিন্তু একটি বইয়ের আবেদন কখনও কমে না। বই যুগের সাথে যুগের বন্ধন তৈরি করে। প্রাচীনকাল থেকে বর্তমানের সাথে সংযোগ স্থাপন করে বই। বইয়ের মাধ্যমে আমরা মনের আনন্দ পেয়ে থাকি। তাই বই কেনার ব্যাপারে আমাদের অহীনা প্রকাশ করা ঠিক না। বাস্তব জগতে দেখা যায় যে জাতি যত বেশি বইপ্রেমী, সে জাতি তত বেশি উন্নত। বর্তমান জগতে টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। বই পাঠের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমৃদ্ধি অর্জন করাই আমাদের লক্ষ্য। বইয়ের মূল্য প্রতিষ্ঠা করতে গিয়ে কবি বলেছেন,
“রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
কিন্তু একখানি বই থাকবে অনন্ত যৌবনা।"
মন্তব্য: আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই হতে পারে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। তাই বই কিনতে কার্পণ্য করা অনুচিত।
৭. Translate into English:
ক. তুমি কি কখনও বিদেশ গিয়েছ?
উ. Have you ever been to abroad?
খ. রিয়াজ দশ বছর ধরে আমেরিকায় বসবাস করছে।
উ. Riyaz has been living in America for ten years.
গ. তোমার ইংরেজিতে দক্ষ হওয়া উচিত।
উ. You should be good at English.
ঘ. সে কঠোর পরিশ্রম করে, তাই না?
উ. He works hard, doesn't he?
ঙ. নাচতে না জানলে উঠোন বাঁকা।
উ. A bad workman quarrel with his tools.

৮. Use right form of verbs:
ক. Traffic jam (mean) blockade of vehicles. 
উ. means
খ. The increasing number of vehicles (be) creating this problem.
উ. is
গ. However, this problem can solve ) by taking come steps.
উ. be solved
ঘ. The authority (impose) the traffic rules strictly.
উ. imposes
ঙ. By (implement) some actions we can reduce the problem.
উ. implementing

৯. Transform the following sentences as directed:
ক. Give me some water that I may drink. (Simple ) উ. Give me some water to drink.
খ. When did you write the letter? (Passive) 
উ. When was the letter written by you?
গ. He was a very cunning man. (Exclamatory) 
উ. What a cunning man he was!
ঘ. Every rose has a thorn. (Negative) 
উ. There is no rose without a thorn.
C. Mamun said, "What a nice bird it is!” (Indirect Narration)
উত্তরঃ Mamun exclaimed with admiration that it was a very nice bird.

১০. Write meaningful sentences with the following idioms:
ক. Take off: The plane will take off in five minutes. খ. Give a hand: Please give me a hand with this heavy box.
গ. A castle in the air: His plan to be a millionaire in a week is just a castle in the air.
ঘ. Better half: He came to the party with his better half.
ঙ. Dark horse: Hasan is a dark horse in the society.

11. Write a short passage on 'The Moon' (around 70 words) 
The Moon
Ans: The Moon is the Earth's only natural satellite and the most beautiful object in the night sky. It does not have its own light; instead, it shines by reflecting sunlight. The Moon goes through different phases, such as the full moon and crescent moon. Its surface is covered with mountains, rocks, and deep craters. There is no air or water on the Moon, so life cannot exist there. The Moon influences ocean tides and continues to inspire curiosity and wonder.
১২. ২৩০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪০ কি.মি. বেগে চলছে। পিছন থেকে সমান্তরালভাবে ২৭০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৫০ কি.মি. বেগে আসছিল। ২য় ট্রেনটি কত সময়ে প্রথম ট্রেনকে অতিক্রম করবে?
সমাধান: আপেক্ষিক বেগ = ৫০ - ৪০ = ১০ কি.মি./ঘণ্টা
                                 =      ১০ × ১০০০ মি. / সে.
                                          ৬০ × ৬০
                              =     ২৫ মি./সে.
                                      ৯
মোট দূরত্ব = ২৯০ + ২৩০ = ৫০০ মিটার

.:. নির্ণেয় সময় = ৫০০ ÷ ২৫/৯ সেকেন্ড
                       = ১৮০ সেকেন্ড
                       = ৩ মিনিট


= ১৮০ সেকেন্ডে
= ৩ মিনিট

১৩. কোনো মূলধন ৩ বছরে সুদে-মূলে ১১০০ টাকা হয়। সুদ
আসলের ৩/৮ অংশ হলে, আসল ও সুদের হার কত?

সমাধান: 
মনেকরি, আসল = ৮ টাকা
এবং সুদ = ৩ টাকা
সুদাসল = ৮ + ৩ = ১১ টাকা 
সুদাসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
সুদাসল  ১ টাকা হলে আসল  ৮ টাকা
                                      ‌      ১১
সুদাসল  ১১০০ টাকা হলে আসল  ৮ × ১১০০ টাকা
                                      ‌             ১১
                                            = ৮০ টাকা
১১
 আসল = ৮০০ টাকা
সুতরাং, মুনাফা = ১১০০ - ৮০০ = ৩০০ টাকা

আবার, মুনাফার হার, r = I/Pn
                            বা, r = ৩০০/৮০০ × ৩
                                     = 12.5%
সুতরাং, আসল ৮০০ টাকা ও মুনাফার হার ১২.৫% 

১৪. উৎপাদকে বিশ্লেষণ করুন:

a³ - 6a² + 12a - 9

সমাধান:
a³ - 6a² + 12a - 9
= a³ - 3a² - 3a² + 9a + 3a - 9
= a²(a - 3) - 3a(a - 3) + 3(a - 3)
= (a - 3)(a² - 3a + 3)

১৫. একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে ২০ ডিগ্রি বড় হয় তবে ২য় কোণটি কত ডিগ্রি?

সমাধান: 
মনেকরি, ২য় কোণটি = x
সুতরাং ১ম কোণটি = ৩x
সুতরাং ৩য় কোণটি = x + ২০°

প্রশ্নমতে, 
    x + ৩x + x + ২০° = ১৮০°
বা, ৫x = ১৮০ - ২০
বা, ৫x = ১৬০
বা, x = ১৬০/৫
সুতরাং x = ৩২
২য় কোণটি = ৩২°

১৭. সংক্ষেপে উত্তর দিন:
ক. সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কখন হয়? 
উ. অমাবস্যা তিথিতে যখন চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে তখন সূর্যগ্রহণ হয়। আর পূর্ণিমা তিথিতে যখন পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন চন্দ্ৰগ্ৰহণ হয়।
খ. কোন দুইটি উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বাধিক রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর এবং আয়কর।
গ. হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ?
উ. হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এটি পারস্য উপসাগরের একমাত্র জলপথ যা ওমান সাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত।
ঘ. আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কততম এবং কোন তারিখে অনুষ্ঠিত হবে?
উ. ত্রয়োদশ (১৩তম) এবং ১২ ফেব্রুয়ারি, ২০২৬ সালে।
ঙ. ইমেইলের cc এবং ইন্টারনেটের Mbps এর পূর্ণরূপ লিখুন
উ. cc = carbom copy
Mbps = Megabits Per Second
চ. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা'র চিত্রকর কে?
উ. কামরুল হাসান
ছ. বাংলাদেশে সর্বশেষ জনশুমারি হয়েছে কত সালে? এ পর্যন্ত কতবার জনশুমারি হয়েছে?
উ. ২০২২ সালে; ৬ বার।
জ. বাংলাদেশের ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন। 
উ. নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন।
ঝ. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এর মূল জ্বালানি কী?
উ. পাবনা; ইউরেনিয়াম-২৩৫
ঞ. ইনসুলিন মানবদেহের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? ইনসুলিনের একটি কাজ লিখুন।
উ. অগ্ন্যাশয়; রক্তের গ্লুকোজ কোষে প্রবেশ করতে সাহায্য করে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পেশকার নিয়োগ, পেশকার নিয়োগ পরীক্ষা ২০২৫, পেশকার প্রশ্ন সমাধান, সরকারি চাকরি প্রস্তুতি, ভূমি রেকর্ড প্রশ্ন সমাধান, জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা, পেশকার পূর্ববর্তী প্রশ্ন, চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান, সরকারি চাকরি প্রশ্নব্যাংক, ভূমি রেকর্ড সিলেবাস, পেশকার নিয়োগ সিলেবাস, বাংলাদেশ সরকারি চাকরি প্রস্তুতি, land record survey exam solution, peshkar job exam solution, peshkar recruitment 2025, LRSD job exam preparation, Bangladesh govt job exam solution, previous year job exam questions Bangladesh, peshkar exam syllabus, LRSD recruitment exam guide, govt job model test Bangladesh, high volume job exam keywords Bangladesh, BD job exam question answer

Post a Comment

0 Comments